শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

শিশুদের জন্য অনুমোদন পেল ‘পাস্তু কোভ্যাক’ ভ্যাকসিন

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০২১ 

news-image

পাস্তুর ইন্সটিটিউট অব ইরান ও কিউবার ফিনলে ভ্যাকসিন ইন্সটিটিউটের যৌথ উৎপাদিত করোনা টিকা ‘পাস্তু কোভ্যাক’ শিশুদের জন্য ব্যবহারের অনুমতি পেল। এটিই একমাত্র দেশীয় উৎপাদিত ভ্যাকসিন যেটি ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যবহারের অনুমোদন লাভ করলো।

পাস্তুর ইন্সটিটিউটের প্রধান আলিরেজা বিগলারি বলেন, ‘পাস্তু কোভ্যাক’ হচ্ছে অন্যতম নিরাপদ একটি টিকা যা ২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের শরীরে প্রয়োগ করা যায়।

তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী দুই সপ্তাহের মধ্যে শিশুদের মাঝে টিকাটি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। কিউবাতে শিশুদের ওপর পাস্তু কোভ্যাক (কিউবাতে বলা হয় ‘সোবেরানা ০২’) এর গবেষণা চালানো হয় বলে জানান বিগলারি। সূত্র: তেহরান টাইমস।