শিল্পকলায় ইরানী চলচ্চিত্র উৎসব
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০১৬

ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের ৩৭ তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ৭ থেকে ১০ ফেব্রুয়ারি চারদিনব্যাপী ইরানী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়।এই উৎসবে প্রদর্শিত সবকটি চলচ্চিত্রই দর্শকদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে।
ঢাকাস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এ উৎসবে মোট ৯ টি ইরানী চলচ্চিত্র প্রদর্শিত হয়।চলচ্চিত্র গুলো হচ্ছে- আকবর সাদেকীর পরিচালনায় বাংলায় ডাবিংকৃত ইরানী চলচ্চিত্র ‘দাবীরিস্তান’ (শিক্ষাঙ্গন), আফশীন হাশেমী ও মোহসেন গারাভীর পরিচালনায় ইংরেজী সাব-টাইটেলযুক্ত ‘খাসতে নাবশীদ’ (ডোন্ট বি টায়ার্ড), রেযা মীর কারিমির ইংরেজী সাব-টাইটেল যুক্ত ইয়ে হাব্বে কান্দ ( এ কিউব অব সুগার), পরিচালক রাসূলে সাদ্রে আমোলীর বাংলায় ডাবিংকৃত চলচ্চিত্র ‘গোলহায়ে দাউদী’ (যে ফুল ফো’টেনি), রহমান রেযায়ীর বাংলায় ডাবিংকৃত ‘গারীবে’ (অচেনা), আব্বাস কিয়োরোস্তামীর ইংরেজী সাব টাইটেল যুক্ত ‘তামে গীলা’স (টেস্ট অব চেরী), পরিচালক মোহাম্মদ রেযা বোজোর্গানীর ইংরেজী সাব টাইটেল যুক্ত ছবি ‘রাহে-অ-বি আবরিশাম’ (দি অ্যাকুয়ার্টিক সিল্ক রোড) ও পুরান দেরাখ্ শানদের পরিচালনায় বাংলায় ডাবিংকৃত চলচ্চিত্র ‘পারান্দে কুচেকে খোশবাখতী’ (একটি সুখের ছোট পাখি) ।