বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

শিয়ান চ্যাম্পিয়ন ইরানের নারী রাফটিং দল

পোস্ট হয়েছে: মার্চ ১১, ২০২৪ 

news-image

ইরানের জাতীয় নারী রাফটিং দল ভারতের সুতলুজ নদীতে অনুষ্ঠিত এশিয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট জিতেছে। সাবা ফাদাই, সেতারে হোমায়ুন ফরদ, সাহার ঘাসেমি, মেলিনা ইব্রাহিমিয়ান এবং ফায়েজে রোনাসির সমন্বয়ে গঠিত ইরানের জাতীয় স্কোয়াড স্বাগতিকদের উপর জয়লাভ করে এবং সামগ্রিকভাবে স্বর্ণপদক জিতে নেয়।

নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইরান, ইরাক, তাজিকিস্তান, কাজাখস্তান এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো থেকে প্রায় ২০টি জাতীয় ও আন্তর্জাতিক দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

চ্যাম্পিয়নশিপটি ৪ থেকে ৯ মার্চ ভারতের সুন্নি অঞ্চলের বসন্তপুরের কাছে সুতলুজ নদীর তীরে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ