শিগগির চালু হচ্ছে ইরান-সুইজারল্যান্ড বাণিজ্য চ্যানেল
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৯, ২০১৯

(টিসিসিআইএমএ) এর অর্থ ও মূলধন বাজার কমিশনের প্রধান ফেরিয়াল মোস্তোফি এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার আইআরএনএ কে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ইরানের ওপর আগের পর্বের মার্কিন অবরোধের সময় সুইজারল্যান্ড খাবার ও ওষুধের মতো মানবিক
পণ্যসামগ্রী বিনিময়ে একটি বাণিজ্য চ্যানেল চালু করেছিল। বর্তমানে সুইজারল্যান্ড আগের চালু করা একই বাণিজ্য চ্যানেলগুলো আবার চালু করতে যাচ্ছে। এজন্য দেশটি
মার্কিন অবরোধের সমালোচনা করে মোস্তোফি বলেন, আমেরিকা ঘোষণা দিয়েছিল মানবিক মালামাল ও পণ্যসামগ্রী অবরোধের আওতায় পড়বে না। কিন্তু বাস্তবে এসব
পণ্যকে নিষেধাজ্ঞার আওতায় পড়তে দেখা যাচ্ছে, কোনো বিদেশি ব্যাংক ইরানের সাথে লেনদেন করতে প্রস্তুত নয়। টিসিসিআইএমএ, সুইজারল্যান্ড, আমেরিকা ও ওএফএসি
বাণিজ্য চ্যানেল চালুর বিষয়ে সম্মত হয়েছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।