বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

শিগগিরই করোনাভাইরাস টেস্ট কিটের গণউৎপাদন শুরু করবে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ১, ২০২০ 

news-image

চীন থেকে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস শনাক্তকারী টেস্ট কিট শিগগিরই দেশীয়ভাবে গণউৎপাদন শুরু করবে ইরান। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির কৌশলগত প্রযুক্তি উন্নয়ন কেন্দ্রের প্রধান ইসমাইল ঘাদেরিফার শনিবার বলেন, মহামারি নিয়ন্ত্রণে সহায়তা করতে তার সংস্থা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট টেস্ট কিট উৎপাদন করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সৌভাগ্যক্রমে এই ক্ষেত্রে কয়েকটি জ্ঞানভিত্তিক কোম্পানির সাথে তার প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। কৌশলগত প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়ে এসব কিট উৎপাদনে প্রয়োজনীয় লাইসেন্স দেওয়ার সুযোগ করে দিচ্ছে। যাতে করে গণহারে উৎপাদন শুরু করা যায়।

ঘাদেরিফার বলেন, ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের গবেষকরা নোভেল করোনাভাইরাস-বিরোধী এমআরএনএ ভ্যাকসিন উৎপাদনে গবেষণা শুরু করেছে।

ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে ৫৯৩ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪৩ জন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।