শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

শিগগিরই কক্ষপথে ‘জাফর-২’ স্যাটেলাইট পাঠাবে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২২ 

news-image
ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান মনসুর আনবিয়া বলেছেন, ইরান শিগগিরই দেশীয়ভাবে তৈরি আরেকটি উপগ্রহ ‘জাফর-২’ কক্ষপথে উৎক্ষেপণ করবে।
বার্তা সংস্থা আইআরএনএকে তিনি বলেন, ২০১১ সালে প্রথম উপগ্রহ হিসেবে ‘নাভিদ’, ২০১৩ সালে মবিন দ্বিতীয় এবং ২০১৫ সালে ‘জাফর-১’ স্যাটেলাইট তৈরির পর ‘জাফর-২’ হবে স্যাটেলাইট প্রযুক্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের চতুর্থ অর্জন।
তিনি আরও জানান, মহাকাশ শিল্প ২০২০ সালে বিশ্ব অর্থনীতিতে ৪২৪ বিলিয়ন ডলার অবদান রেখেছে, যা গত দশকের তুলনায় ৭০ শতাংশ বেশি।আনবিয়ার মতে, বিশ্ববিদ্যালয় দেশের চাহিদা পূরণের জন্য স্যাটেলাইট প্রযুক্তি অর্জন করেছে এবং অন্যান্য দেশে জ্ঞান রপ্তানি করতে প্রস্তুত। সূত্র: মেহর নিউজ।