শিক্ষা সহযোগিতায় সমঝোতা স্বাক্ষর করল তেহরান ও পুত্রা বিশ্ববিদ্যালয়
পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০১৯

ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়য় ও মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয় শিক্ষা সহযোগিতা বাড়াতে সমঝোতা স্বাক্ষর করেছে। এদুটি বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে যৌথ উদ্যোগ নেবে। একই সঙ্গে স্বাস্থ্য ও যোগাযোগ বিষয়ে গবেষণায় দুটি বিশ্ববিদ্যালয় বিশেষ মনোযোগ দেবে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রাহিমিয়ান ও পুত্রা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেনুগাথ ভারাথারাজু তেহরানে গত ১২ই ডিসেম্বর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন। এধরনের গবেষণা প্রকল্প বাস্তবায়ন করা হবে ইরান ও মালয়েশিয়ায়। এছাড়া বিভিন্ন বিষয়ে দুটি বিশ্ববিদ্যালয় মত বিনিময় করবে। বিশেষ করে সামাজিক দায়িত্ব ও শিল্প নিয়ে নিজেদের অভিজ্ঞতা যাচাই করবে।পুত্রা মালয়েশিয়ার শীর্ষস্থানীয় গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান, প্রকৌশল, ওষুধ, পশুদের ওষুধ, বাণিজ্য ও সামাজিক বিজ্ঞানে আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট কোর্স পরিচালনা করে বিশ্ববিদ্যালয়টি। গত বছর এ বিশ্ববিদ্যালয়টি ২২৯তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পায়। – মেহর নিউজ।