শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

শিক্ষা ও কর্মসংস্থান খাতে সহযোগিতা বাড়াবে ইরান-আর্মেনিয়া

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৬, ২০১৯ 

news-image
কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান খাতে সহযোগিতা বাড়াবে ইরান ও আর্মেনিয়া। এলক্ষ্যে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
 
সোমবার (২৩ ডিসেম্বর) ইরানের সমবায়, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ শারিয়াতমাদরি এবং আর্মেনিয়ার শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী জারুহি বাতোইয়ান সমঝোতাটি স্বাক্ষর করেন।
 
এসময় ইরানি মন্ত্রী শারিয়াতমাদরি ২০১১ সালে শ্রম ও সামাজিক বিষয়ে স্বাক্ষরিত পূর্ববর্তী চুক্তিগুলি বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
 
আর্মেনিয়ার শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী দুদেশের মধ্যকার সহযোগিতার সাধারণ ক্ষেত্রগুলিও তুলে ধরেন। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, প্রতিবন্ধী, শিশু ও বয়স্ক এবং মহিলাদের প্রশিক্ষণের ক্ষেত্রে ইরানের অভিজ্ঞতা থেকে তার দেশের উপকার গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। যৌথ প্রকল্পগুলি উভয় দেশের সামাজিক গতিশীলতা বিকাশে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
ইরানের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ শারিয়াতমাদরিকে ২০২০ সালে আর্মেনিয়া  সফরের আমন্ত্রণ জানান জারুহি বাতোইয়ান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।