সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

শিক্ষা উপমন্ত্রীর সাথে ইরানি কালচারাল কাউন্সেলরের সাক্ষাৎ  

পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০২১ 

news-image

বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাত আজ সকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে ভ্রাতৃ ও বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা ও মতিবিনিময় হয়। এ সময় শিক্ষা উপমন্ত্রী বলেনশিক্ষা ক্ষেত্রে ইরানের অগ্রগতি চোখে পড়ার মতো।আমরা শিক্ষা ক্ষেত্রে বিশেষকরে কারিগরি শিক্ষা ক্ষেত্রে দেশটির সাথে সহযোগিতা বাড়াতে চাই।জবাবে ড. সাইয়্যেদ হাসান সেহাত বাংলাদেশের সাথে ইরানের দীর্ঘ দিনের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে তার দেশ যথেষ্ট আন্তরিক বলে জানান।এসময় ইরানিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল ড. এম আব্দুল কুদ্দুস বাদশা এবং  ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের চলচ্চিত্র ও জনসংযোগ বিভাগের উপ পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।