শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

শিক্ষায় সহযোগিতা বাড়াতে ইরান-ওমান আলোচনা

পোস্ট হয়েছে: জানুয়ারি ৯, ২০২০ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ওমান দুদেশের মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায়। বুধবার এলক্ষ্যে বৈঠকে মিলিত হন মাসকোটে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা নুরি-শাহরুদি ও ওমানের শিক্ষামন্ত্রী মাদিহা বিনতে আহমেদ আল-শিবানিয়াহ।

বৈঠকে শাহরুদি বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে ইরানের ব্যাপক সম্ভাবনা তুলে ধরেন। মাসকোটে একটি ফারসি ভাষা শিক্ষা কেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় দুদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) বিষয় উল্লেখ করে তিনি বলেন, এই ক্ষেত্রে ভালো প্রচেষ্টা চালানো হয়েছে। এটি পুনরায় চালু হওয়ার বিষয়ে আমরা আশবাদী।

ওমানি মন্ত্রী পারস্পরিক সম্পর্ক জোরদারের এই প্রচেষ্টাকে স্বাগত জানান এবং ইরান সফর করে দেশটির শিক্ষা ক্ষেত্রে অর্জনাবলি ঘনিষ্ঠভাবে দেখতে তার প্রস্তুতির কথা জানান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।