শিক্ষায় বরাদ্দ ৭২ শতাংশ বাড়ালো ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২১

ইরানের আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে ১ দশমিক ১ কোয়াডরিলিয়ন রিয়াল (প্রায় ২৬ বিলিয়ন ডলার) বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ইরানি বছর (২০ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) এর জন্য এই বাজেট দেয়া হবে শিক্ষা মন্ত্রণালয়কে। যা আগের বছরের তুলনায় ৭২ দশমিক ৫ শতাংশ বেশি।
শনিবার আইআরএনএ এর প্রতিবেদনে বলা হয়, ইরানে বর্তমানে ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থী লেখাপড়া করছে। রাষ্ট্র পরিচালিত স্কুল প্রতিষ্ঠানগুলোতে কর্মরত রয়েছে ৮ লাখ ৮০ হাজার ৫১৪ জন। এদের মধ্যে ৮৩ শতাংশ হচ্ছেন শিক্ষক-শিক্ষিকা।
উল্লিখিত বরাদ্দ শিক্ষার মান উন্নয়ন, স্কুল নির্মাণ ও সুসজ্জিতকরণ, বেতন পরিশোধ এবং শিক্ষকদের পদায়ন পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় করা হবে। সূত্র: তেহরান টাইমস।