মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

শাহ আব্বাসি কারাভানসেরাইয়ে কবিতা রাত

পোস্ট হয়েছে: জুলাই ২০, ২০২২ 

news-image

কবিতা রাতে মেতে উঠলো ইরানের ঐতিহ্যবাহী শাহ আব্বাসি কারাভানসেরাই। সাফাভি যুগের (১৫০১-১৭৩৬) ঐতিহাসিক স্থানটি উত্তর-পূর্বাঞ্চলীয় শহর নেশাবুরে অবস্থিত। শুক্রবার ইভেন্টটির পাশে ইরানি মাকামি সঙ্গীত এবং স্থানীয় নানা নৃত্য পরিবেশন করা হয়। নেশাবুরের পর্যটন প্রধান সাইদ দাগেস্তানি শনিবার এসব তথ্য জানান।কারাভানসেরাই একটি যৌগিক শব্দ যা “কারাভান” এবং “সেরাই” দুটি শব্দ নিয়ে গঠিত। ‘কারাভান’ অর্থ ভ্রমণকারীদের একটি দল এবং ‘সেরাই’ অর্থ ভবন। এতে উঁচু দেয়াল বেষ্টিত উঠানের চারপাশে থাকে অতিথিশালা এবং উঠানের কোণে থাকে দরজা।ইরানের প্রাচীনতম কারাভানসেরাই হাখামানশি যুগে (৫৫০-৩৩০ খ্রিস্টপূর্বাব্দ) গড়ে ওঠে। এর কয়েক শতাব্দী পরে শাহ আব্বাস প্রথম ১৫৮৮ থেকে ১৬২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন সারা দেশে কারাভানসেরাইয়ের একটি নেটওয়ার্ক নির্মাণের নির্দেশ দেন।ইরানে ভ্রমণকারীরা শতবর্ষ-পুরোনো এসব কারাভানসেরাই-এ থাকা বা পরিদর্শন করে লাভ করতে পারেন ব্যাপক অভিজ্ঞতা। অতীত অনুভব করার সুযোগ রয়েছে, সেই সাথে সুযোগ রয়েছে ভুলে যাওয়া যুগে ফিরে যাবার। রাস্তার ধারের এই ধরনের সরাইখানাগুলো একসময় মুসলিম বিশ্বের প্রাচীন কাফেলার রুট বরাবর গড়ে ওঠে। মানুষ, তাদের জিনিসপত্র এবং পশুদের আশ্রয় দেওয়ার জন্য কারাভানসেরাইগুলো নির্মাণ করে। সূত্র: তেহরান টাইমস।