শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

শাহাদাতের চেতনা গোটা বিশ্বের ইতিহাসের ওপর প্রভাব ফেলবে: ইরানের সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৬, ২০২০ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানিদের মাঝে শাহাদাতের চেতনা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের উপস্থিতি প্রশংসনীয়। এ পরিস্থিতি ভবিষ্যতে গোটা বিশ্বের ইতিহাসের ওপর ব্যাপক গঠনমূলক প্রভাব ফেলতে পারে।

তিনি শনিবার ইউরোপের ইসলামি ছাত্র সংঘগুলোর ইউনিয়নের ৫৪তম সম্মেলনে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ‘এ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার মাঝে আপনাদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব ঘটনার প্রত্যেকটি নানা দিক থেকে বিশাল এবং ইসলামি ইরান ও বিপ্লবী ইরানি জাতির জন্য সেগুলো গর্বের।’

ইরানের সর্বোচ্চ নেতা আশা প্রকাশ করে বলেন, ইসলামি বিপ্লবের দ্বিতীয় ধাপে বিজ্ঞ ও ঈমানদার তরুণরা লক্ষ্য-উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়নে সফল হবে এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।