‘শাহরবানু’ মার্কিন উৎসবে দুই পুরস্কারের জন্য মনোনীত
পোস্ট হয়েছে: নভেম্বর ৮, ২০২২

উত্তর হলিউড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী এবং সেরা চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছে মরিয়ম বাহরোলোলুমির ইরানি ছবি ‘শাহরবানু’।
উত্তর হলিউড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান ১৪ নভেম্বর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে। ‘শাহরবানু’ ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং সিডনি চলচ্চিত্র উৎসবেও পুরস্কার জিতেছে।
চলচ্চিত্রটি একজন অপরাধী মায়ের গল্প বর্ণনা করে, যিনি বছরের পর বছর কারাভোগের পর তার ছেলের বিয়েতে যোগ দেন।’ সূত্র: মেহর নিউজ।