শালামচেহ-বসরা রেলপথ নির্মাণ শুরু করল ইরান
পোস্ট হয়েছে: জুন ২২, ২০২১

শালামচেহ-বসরা রেলপথ নির্মাণ শুরু করেছে ইরান। সোমবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ফ্রি জোনগুলোর মধ্যে এটি ইরানের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এধরনের ৫২টি প্রকল্পের অন্যতম হচ্ছে পেট্রোকেমিক্যাল ও পর্যটন উন্নয়ন, গ্রিনহাউস অরচার্ড, ট্রেড অ্যান্ড ওয়েলফেয়ার কমপ্লেক্স, ওয়াটার অ্যামাউজমেন্ট পার্ক, কেবল কেবিন, স্কি প্রভৃতি। ইরানের আরাস, আরভান্দ, মাকু, আনজালি, কিশ, কেশম ও চবাহার ফ্রি জোন এলাকায় এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। শালামচেহ-বসরা রেলপথ নির্মাণ হচ্ছে আরভান্দ ফ্রি জোন এলাকায়। এসব উন্নয়ন প্রকল্পে ৩৭ হাজার মানুষের কর্মসংস্থান হবে। অধিকাংশ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বেসরকারি খাতে। মেহর