শারজাহ ক্যালিগ্রাফি প্রদর্শনীতে অংশ নিচ্ছে ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০১৬

শারজাহ ক্যালিগ্রাফি প্রদর্শনীতে অংশগ্রহণ করতে যাচ্ছেন ইরানের বিখ্যাত ক্যালিগ্রাফার রামিন শিরদেল। দ্বিবার্ষিক এই প্রদর্শনীতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্যালিগ্রাফাররা শারজায় আসছেন। সপ্তম এই ক্যালিগ্রাফি প্রদর্শনী আগামী ৬ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রামিন শিরদেল অক্ষর নিয়ে ক্যালিগ্রাফিতে একটি বিশেষ আঙ্গিক নিয়ে কাজ করেন। সমসাময়িক চিত্রকর্ম শারজাহর এ প্রদর্শনীতে প্রাধান্য পাবে। নেদারল্যান্ডের রিচার্ড নিইসসেন, ফ্রান্সের এল সিদ, যুক্তরাষ্ট্রের আয়ান বার্নস, সৌদি আরবের আব্দুলরহমান নুগামশি ছাড়াও দক্ষিণ আফ্রিকা, মিসর, পোল্যান্ড, ব্রিটেন, বাহরাইন, কানাডা, চীন, লেবানন ও ফিনল্যান্ড থেকে প্রখ্যাত ক্যালিগ্রাফাররা এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন।
রামিন শিরদেল বলেন, স্বপ্ন যখন ক্যালিগ্রাফিতে এসে ছবিতে বিমূর্ত রুপে প্রকাশ পায় তখন বিষয়টি কবিতা, গান, ভূমি ও প্রাত্যাহিক জীবনের কথাবার্তার মধ্যে দিয়ে এক অনন্য জীবনের উৎসাহ, উদ্দীপনা হিসেবে ধরা দেয়। আমিরাতের এই ক্যালিগ্রাফি প্রদর্শনীকে অন্যতম সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। অক্ষরের মধ্যে দিয়ে সাংস্কৃতিক শক্তি জাগরণের এক উপায় হিসেবে দেখা হয় এধরনের আয়োজনকে। এছাড়া আরবি অক্ষরকে মহান সৌন্দর্যের অন্যতম উৎস হিসেবে বিশ্বে পরিচিত করানোও আয়োজকদের উদ্দেশ্য।
চৌত্রিশ বছর বয়সের রামিন শিরদেল জন্মগ্রহণ করেন তেহরানে। স্থাপত্যবিদ্যায় তিনি ডিগ্রি অর্জন করেন তেহরান ইউনিভার্সিটি থেকে। চিত্রকলায় নানা ফর্মে তিনি কাজ করেন। স্থাপত্যকর্মের জন্য পদক লাভকারী এ ক্যালিগ্রাফার দেশে ও বিদেশে অনেক প্রজেক্টের ডিজাইন করেন। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে তার চিত্রকর্মের অনেক চাহিদা রয়েছে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন