বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

শামে গারিবান: মানব ইতিহাসের এক নজিরবিহীন বেদনার রজনী

পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০২০ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানে স্বাস্থ্যবিধি মেনে আশুরার (১০ মহররম) দিবাগত রাত ‘শামে গারিবান’ পালিত হয়েছে। মানব ইতিহাসের এক নজিরবিহীন বেদনার রজনী এটি।

৬১ হিজরীর এই দিনে কারবালায় শহীদ হজরত ইমাম হোসেইন (আ)-সহ সবার পবিত্র দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করা হয়। অশ্ববাহিনী ছুটিয়ে দিয়ে তাদের পবিত্র দেহগুলো দলিত-মথিত করে দেয়া হয়। ইয়াজিদি বাহিনীর বর্বর সেনারা ইমাম পরিবারের সম্মানিত নারীদের তাঁবু লুট করে তাতে আগুন ধরিয়ে দেয়।

পুড়ে যাওয়া তাঁবুগুলোর কাছে বসে শহীদদের স্মরণে বিলাপ করেন নবী পরিবারের নারী সদস্যগণ। সে এক মর্মবিদারক পরিস্থতি। বিশ্বের ইতিহাসে বেদনাবিধুর এমন রাত আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে।

তেহরানসহ গোটা ইরানে প্রতিবছর এ রাতে দোয়ার আসর বসে। শোকানুষ্ঠান হয়। জ্বালানো হয় মোমবাতি। নবী পরিবারের প্রতি জুলুমের ঘটনাগুলো বর্ণনা করা হয়। পার্সটুডে