শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

শান্তির বার্তা নিয়ে ইরানের ১৫ শিল্পীর আঁকা ছবি প্রদর্শনী

পোস্ট হয়েছে: মে ১৩, ২০১৮ 

news-image

ইরানের চিত্রশিল্পীরা ওয়ার্ল্ড রেড ক্রিসেন্ট ডে উপলক্ষে বিশাল এক ছবি এঁকেছেন। এটি প্রদর্শিত হচ্ছে তেহরানের আলী আকবার সানাতি যাদুঘরে। ১৫ জন প্রফেশনাল শিল্পী মানবতার আবেদন দিয়ে এ ছবি এঁকেছেন। মানুষের প্রতি দয়া ও শান্তি এ ছবিতে বিমূর্ত হয়ে উঠেছে। ছবিটি ১০ মিটার দীর্ঘ ও ৫ মিটার চওড়া।

ওয়ার্ল্ড রেড ক্রিসেন্ট ডে’র প্রতিপাদ্য সাতটি বিষয় হচ্ছে মানবতা, সাম্য, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছায় সেবা, একতা ও বিশ্বজনীনতা। প্রতি বছর ৬ থেকে ১২ মে আন্তর্জাতিক মানবতা আন্দোলনকারীরা বেশ ঘটা করেই দিবসটি পালন করেন। -ফিনান্সিয়াল ট্রিবিউন