শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির মাধ্যমে সুপেয় পানি উৎপাদন করবে ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ৩, ২০২৩

শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে দেশের প্রয়োজনীয় সুপেয় পানির একটি অংশ উৎপাদনের পরিকল্পনা করছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। এই তথ্য জানিয়েছেন পারমাণবিক শক্তি সংস্থার ডেপুটি সাইয়্যেদ পেজমান শিরমারদি।
মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাতকারে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পানি ইস্যুতে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ হয়ে থাকে। এই প্রযুক্তিটি পানি সংরক্ষণ এবং সুস্বাদু পানি উৎপাদন উভয় ক্ষেত্রেই কার্যকর হতে পারে।’
তিনি বলেন, ‘আজ বিশ্বে বিশুদ্ধ পানি উৎপাদনের বিভিন্ন পদ্ধতি রয়েছে। বিশ্বে মিঠা পানি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করা।’
বৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুপেয় পানি উৎপাদনের উচ্চ ক্ষমতা রয়েছে জানিয়ে শিরমারদি বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটই প্রতিদিন ৭০ হাজার ঘনমিটার পর্যন্ত বিশুদ্ধ পানি উৎপাদন করতে পারে। সূত্র: মেহর নিউজ।