শাঙহাই উৎসবে দুই পুরস্কার জয় করলো ‘দ্যা রিভার্সড পাথ’
পোস্ট হয়েছে: জুন ২৩, ২০২১
চীনের ২৪তম শাঙহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার জিতলো ইরানি চলচ্চিত্র ‘দ্যা রিভার্সড পাথ’। ছবিটি লেখা, পরিচালনা ও প্রযোজনা করেছেন নির্মাতা আবোলফজল জলিলি।
শাঙহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ২৪তম আসরে ‘দ্যা রিভার্সড পাথ’ সেরা পরিচালক ও সেরা অভিনেতা পুরস্কার জিতেছে।
ছবিটির কাহিনী ইমকান নামে ১৭ বছর বয়সী এক কিশোরের গল্প নিয়ে এগিয়ে গেছে। ওই কিশোর অনেক বছর ধরে তার বাবাকে দেখেনি। তার মা একটি কারখানায় অর্ধরাত্রি পর্যন্ত কাজ করে। তার একটি ছোট রেকর্ডিং ক্যামেরা রয়েছে। একদিন সে তার ক্যামেরা দিয়ে ছবি বানানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু একাজে সে অতটা দক্ষ ছিল না। তবে লক্ষ্য অর্জনের জন্য কিশোর তার সর্বোচ্চ উজাড় করে দিয়ে চেষ্টা চালিয়ে যায়।
২৪তম শাঙহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ) ১১ থেকে ২০ জুন অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।