শহিদ সোলাইমানি স্কুলের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ফেব্রুয়ারি, প্রবন্ধ আহ্বান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২০, ২০২১

‘‘শহীদ সোলেইমানি স্কুল এবং নতুন ইসলামি সভ্যতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শহিদ সোলাইমানি স্কুলের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলন উপলক্ষে অঞ্চল ও বিশ্বে নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শহিদ সোলাইমানির ভূমিকা নিয়ে বিভিন্ন বিষয়ে প্রবন্ধ-নিবন্ধ আহ্বান করা হয়েছে।
আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নিতে প্রবন্ধ-নিবন্ধের সারসংক্ষেপ পাঠানোর শেষ সময় আগামী ২৬ ডিসেম্বর এবং ১০ জানুয়ারির মধ্যে মূল প্রবন্ধ পাঠাতে হবে। পূর্ণাঙ্গ প্রবন্ধপত্র গ্রহণের পরই চূড়ান্ত আমন্ত্রণপত্র পাঠানো হবে। অনুষ্ঠিতব্য সম্মেলনে পাঠানো প্রবন্ধের মূল চারটি বিষয় হলো- ১। অঞ্চল ও বিশ্বে নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় শহীদ সোলাইমানির ভূমিকা, ২। শহিদ সোলাইমানির স্কুলে চিন্তা ও ব্যবস্থাপনা, ৩।নতুন ইসলামি সভ্যতা ও শহীদ সোলাইমানি এবং ৪। ফিলিস্তিনের দৃষ্টিভঙ্গিতে শহীদ সোলাইমানি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার লড়াই ও প্রতিরোধের বক্তৃতা। প্রথম ও দ্বিতীয় সম্মেলনের ন্যায় এবারও অঞ্চল ও বিশ্বের নিরাপত্তা, ন্যায়বিচার এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির বিকাশে শহীদ সোলাইমানির ভূমিকার ওপর নজর দেওয়া হবে।আরো বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন।