শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

শরণার্থী সমস্যা নিয়ে কার্টুন এঁকে পুরস্কার জিতলেন ইরানি কার্টুনিস্ট

পোস্ট হয়েছে: জুন ২২, ২০১৭ 

news-image

শরণার্থী ও অভিবাসীদের সমস্যাকে ফুটিয়ে তুলে কার্টুন এঁকে দ্বিতীয় পুরস্কার জিতেছেন ইরানি কার্টুনিস্ট শাহরাম রেজাই। এছাড়া একই ধরনের কার্টুন এঁকে যথাক্রমে প্রথম ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যের কার্টুনিস্ট রোস থমসন ও  ব্রাজিলের রাইমমুন্ডো রুকা।

তুরস্কে অনুষ্ঠিত ৩৪তম আদিন দোগান আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতায় তারা এ পুরস্কার জেতেন। প্রতিযোগিতার সেরা তিনটি কার্টুনই শরণার্থী ও অভিবাসীদের সমস্যা নিয়ে আঁকা।

এছাড়াও প্রতিযোগতিায় ইরানের আরও দুই কার্টুনিস্ট বিষেশ পুরস্কার জিতেছেন। তারা হলেন- দোখশিদ কোদরাতিপুর ও এহসান গাঞ্জি।

বাছাই কমিটি ৪০ দেশের ১৮৭ জন কার্টুনিস্টের আঁকা ২৬১টি ব্যঙ্গচিত্র মূল্যায়ন করে এর মধ্য থেকে এ তিন জনকে পুরস্কারের জন্য মনোনীত করেন। এ কমিটিতে ইরানি শিল্পী মোহসেন নুরি নাজাফিও ছিলেন।

ইরানের শাহরাম রেজাই একজন ডিজাইনার, পেইন্টার ও কার্টুনিস্ট। তিনি জাতীয় ও আন্তর্জাতিক সব মিলিয়ে ১৭৫টি অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে ডিজাইন ও ইলুস্ট্রেশনের ওপর পাঠ দেন।

চলতি বছরের নভেম্বরে তুরস্কের ইস্তান্বুল শহরে ৩৪তম আদিন দোগান আন্তর্জাতিক কার্টুন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সূত্র: মেহের নিউজ।