বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

শরণার্থীদের করোনা টিকা দেবে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ২২, ২০২১ 

news-image

আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় শরণার্থীদের করোনাভাইরাসের টিকা দেবে ইরান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এলিয়েন এবং বিদেশী অভিবাসী বিষয়ক ব্যুরোর পরিচালক মেহেদি মাহমুদি এই তথ্য জানান।সংক্রমণ প্রতিরোধে উদ্বাস্তু এবং বিদেশী নাগরিকদের টিকা দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় ইরান আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বহু বৈঠক করছে। অবশেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেয়ে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম চালান পেতে সক্ষম হয়েছে ইরান। প্রথম চালানে ১৬ লাখ ডোজ কোভ্যাক্স টিকা এসেছে।সর্বশেষ পরিসংখ্যান মতে, ইরানে ৩০ লাখ আফগান শরণার্থী রয়েছে। সূত্র: তেহরান টাইমস।