শপথ নিলেন ইরানের নবনির্বাচিত সংসদ সদস্যরা
পোস্ট হয়েছে: মে ২৯, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/05/4bk542271644527zvm_800C450.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত সংসদ সদস্যরা শনিবার শপথ নিয়েছেন। এর মধ্যদিয়ে দেশটির দশম সংসদের কার্যক্রম শুরু হলো।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির বাণী পাঠ এবং প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ভাষণের মধ্যদিয়ে শনিবারের অধিবেশন শুরু হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলিও বক্তব্য রাখেন। এরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা আল্লাহর নামে শপথ নেন। সংখ্যালঘু সম্প্রদায়ের সংসদ সদস্যরা তাদের নিজ নিজ ঐশী গ্রন্থ অনুযায়ী শপথবাক্য পাঠ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট বলেন, সংসদ হচ্ছে জনগণের শাসনের প্রতীক। নতুন সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের সংসদে ২৯০ জন সদস্য রয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি ইরানের সংসদ নির্বাচনের প্রথম পর্যায় ও ২৯ এপ্রিল দ্বিতীয় পর্যায় সম্পন্ন হয়েছে। সূত্র: পার্সটুডে