শত্রুর নয়া হুমকি মোকাবেলায় ‘প্যাসিভ ডিফেন্স’ জোরদার করতে হবে: সর্বোচ্চ নেতা
পোস্ট হয়েছে: অক্টোবর ২৯, ২০১৮

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শত্রুদের নয়া হুমকি মোকাবেলায় ‘প্যাসিভ ডিফেন্স’ জোরদারের আহ্বান জানিয়েছেন। ‘প্যাসিভ ডিফেন্স’ বলতে তিনি শত্রুর হুমকি মোকাবেলায় অস্ত্র ব্যবহার না করেই সামরিক-বেসামরিক ও আর্থিক ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার কথা বুঝিয়েছেন।
রোববার রাজধানী তেহরানে জাতীয় প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা এখন আঘাতের জন্য নতুন ও জটিল পদ্ধতি অনুসরণ করছে। এসব মোকাবেলায় প্যাসিভ ডিফেন্সকে পুরোপুরি সতর্ক থাকতে হবে।
তিনি দেশের বেসামরিক ও সামরিক সেক্টরের পক্ষ থেকে প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আহ্বান জানান। সর্বোচ্চ নেতা বলেন, দেশের কর্মকর্তারা বিষয়টির গুরুত্ব অনুধাবন না করলে সঠিকভাবে ‘প্যাসিভ ডিফেন্স’-এর উন্নয়ন সম্ভব নয়।
২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি-কে প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান হিসেবে নিয়োগ দেন সর্বোচ্চ নেতা।- পার্সটুডে।