শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

শত্রুরা ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি থামাতে অক্ষম

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২, ২০২০ 

news-image

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারির উপদেষ্টা পারভিজ কারামি বলেছেন, শত্রুরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি ও উন্নয়ন থামাতে পারবে না। মঙ্গলবার ইরানি বার্তা সংস্থা আইআরএনএ কে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

কারামি বলেন, আমাদের শত্রুরা নিজেদের সম্পর্কে জানে যে, তারা আমাদের দেশের বৈজ্ঞানিক অগ্রগতি ও উন্নয়নের পথ বন্ধ করতে পারবে না। কারণ, ইরানি বিজ্ঞানীরা তাদের শিক্ষার্থীদের প্রশিক্ষিত করে গড়ে তুলেছেন। এসব শিক্ষার্থী তাদের অনুপস্থিতিতে এই অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

এসময় তিনি ইরানের প্রখ্যাত পরমাণু ও প্রতিরক্ষা বিজ্ঞানী শহীদ মোহসেন ফাখরিজাদেহর নাম স্মরণ ও স্মৃতিচারণ করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।