শত্রুদের যেকোনো হুমকি মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত: সেনা প্রধান
পোস্ট হয়েছে: মে ১৩, ২০১৮

ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, একবারে শুরু থেকেই পরমাণু সমঝোতা ইরানিদের কাছে আকাঙ্ক্ষিত ছিল না। কিন্তু ইরানি জাতি মহানুভবতা দেখিয়ে ওই সমঝোতা মেনে নিয়েছে।
বাকেরি বলেন, ‘‘আমরা এমন একটি শাসকগোষ্ঠীর সম্মুখীন হয়েছি যারা নিজেদের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা কখনই মেনে চলে নি।’’ তার দেশের বিরুদ্ধে শত্রুদের যেকোনো হুমকি মোকাবেলায় সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার কথাও বলেন। হোয়াইট হাউজ থেকে ট্রাম্প বলেন, ‘‘আজ আমি ঘোষণা দিচ্ছি যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে।’’ যদিও এই সমঝোতার প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন রয়েছে।
এ প্রতিক্রিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ জাফরি আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমি ব্যক্তিগত ভাবে পরমাণু সমঝোকা থেকে যুক্তরাষ্ট্রের ‘শয়তানি প্রস্থানকে’ অভিনন্দন জানাই। আগে থেকেই এ চুক্তির বিশ্বাসযোগ্যতা ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে সৃষ্ট সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্যও ইরান প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
জাফরি বলেন, ‘‘এটা নতুন কোনো ঘটনা না। এটা কোনো ক্ষেত্রেই আমাদের জতীয় স্বার্থের ওপর চূড়ান্ত প্রভাব ফেলতে পারবে না।’’
এ বিষয়ে ইরানের আর্মি কমান্ডার মেজর জেনারেল আবদুল রহিম মৌসাভি বলেছেন, ‘‘আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় স্রষ্টাকে ধন্যবাদ।’’ – তেহরান টাইমস।