শতাব্দীর শেষ মুহুর্তে শিরাজের ফুলের বাজারে ক্রেতাদের ভিড় পোস্ট হয়েছে: মার্চ ২০, ২০২২ Iranmirrorbd চতুর্দশ শতাব্দীর শেষ মুহুর্তে (হিজরি সৌর বছর অনুসারে) দক্ষিণ ইরানের শিরাজ শহরের ফুলের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা লক্ষ্য করা যায়।ফারসি নতুন বছরকে বরণ করার প্রস্তুতি নিতেই এই ফুলের বাজারে ভিড় জমান শহরের মানুষ।