রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

লুমিক্স ফটো উৎসবে ইরানি চিত্রশিল্পীর ছবি

পোস্ট হয়েছে: জুন ৩, ২০১৮ 

news-image

ষষ্ঠ লুমিক্স ফেস্টিভ্যাল অব ইয়ং ফটোজার্নালিজমে দেখানো হবে ইরানি চিত্রশিল্পী ফাতেমেহ বেহবৌদির তোলা একগুচ্ছ ছবি। ইরানে সংঘটিত তিনটি ভূমিকম্পের সময় ছবিগুলো তুলেছেন তিনি। তার তোলা এসব ছবির সংগ্রহের নাম দেওয়া হয় ‘লাইফ আফটার শক’। যা দেখানো হবে ফটো লুমিক্স উৎসবে।

‘লাইফ আফটার শক’ এ গত ১৫ বছরে ইরানি সংগঠিত বড় বড় তিনটি ভূমিকম্পে ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যাওয়া ইরানি জনগণের নাটকীয় পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ইরানের তাবরিজে ২০১২ সালে, বুশেহরে ২০১৩ সালে ও কেরমানশাহে ২০১৭ সালে বড় ধরনের ভূমিকম্পগুলো সংঘটিত হয়। এসব ঘটনা কোছ থেকে প্রত্যক্ষ করে ছবিগুলো তুলেছেন চিত্রশিল্পী ফতেমেহ।

তিনি জানান, ভূমিকম্পের তীক্ত অভিজ্ঞতা ও আকস্মিক মর্মান্তিক ঘটনাকে ফুটিয়ে তুলতে ফটোগুলো সাদা-কালো রঙে দেখানো হয়েছে।

জার্মানির হ্যানোভারে ২০ জুন লুমিক্স ফেস্টিভ্যাল অব ইয়ং ফটোজার্নালিজম শুরু হয়ে চলবে ২৪ জুন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।