লিনজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের ৮ ছবি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২১

অস্ট্রিয়ার লিনজ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ইরানি চলচ্চিত্রকারদের নির্মিত আটটি স্বল্পদৈর্ঘ্য ছবি। আন্তর্জাতিক এই উৎসবের এবারের চতুর্থ পর্ব ২০ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। উৎসবের বিভিন্ন বিভাগে ইরানি স্বল্পদৈর্ঘ্যগুলো দেখানো হবে।
ইরানের ওই আটটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ‘বারটার’, ‘দুয়ালপা’, ‘গুড গার্ল’, ‘হ্যাঙড’, ‘লাভ ক্যান্ট বি কোয়ারেন্টাইনড’, ‘প্রেস্টিজ’, ‘ভায়োলেট’ ও ‘হোয়াইট ক্ল্যাড’। লিনজ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য ছবিগুলো বাছাই করা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।