লিডেন র্যাঙ্কিং: বিশ্বসেরায় ৪৪ ইরানি বিশ্ববিদ্যালয়
পোস্ট হয়েছে: জুন ২৯, ২০২২
লিডেন র্যাঙ্কিং সিস্টেম ২০২২ সালের প্রতিবেদনে ৪৪টি ইরানি বিশ্ববিদ্যালয় বিশ্বের ১ হাজার ৩১৮টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে।
লিডেন র্যাঙ্কিং নেদারল্যান্ডসের লিডেন ইউনিভার্সিটির সেন্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টাডিজ (সিডব্লিউটিএস) পরিচালিত একটি র্যাঙ্কিং সিস্টেম।গত বছর ইরানের ৩৬টি বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিংয়ে স্থান লাভ করে। ইসলামি দেশগুলোর মধ্যে ইরান ৪৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রথম, তুরস্ক ৩২টি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয় এবং মিশর ১০টি বিশ্ববিদ্যালয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ২০২২ র্যাঙ্কিংয়ে ইরানের প্রথম দশটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে তেহরান ইউনিভার্সিটি, তেহরান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স, তারবিয়াত মোদাররেস ইউনিভার্সিটি, শহিদ বেহেশতি ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স, আমিরকবির ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শরিফ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাবরিজ ইউনিভার্সিটি, ইসফাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়। সূত্র: তেহরান টাইমস।