মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

লিডেন র‌্যাঙ্কিংয়ে সেরার তালিকায় ইরানের ১২টি বিশ্ববিদ্যালয়

পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০২৩ 

news-image

লিডেন র‌্যাঙ্কিং ২০২৩ এর তালিকায় রয়েছে ইরানের চিকিৎসা বিজ্ঞানের বারোটি বিশ্ববিদ্যালয়। দেশটির চিকিৎসা বিজ্ঞানের ৭২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে।

ইরানের শীর্ষস্থানীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে তেহরান, শহিদ বেহেশতি এবং তাবরিজ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলি প্রথম থেকে তৃতীয় স্থানে রয়েছে। খবর বার্তা সংস্থা ইরনার

বিশ্বের ১ হাজার ৪১১টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইরানের মোট ৪৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

গত বছর ইরানের ৪৪টি বিশ্ববিদ্যালয় এই র‌্যাঙ্কিংয়ে তালিকাভুক্ত হয়। ইসলামিক দেশগুলির মধ্যে ইরান র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে। তুরস্ক এবং মিশর যথাক্রমে ৩৬ এবং ১৩টি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। খবর ইসনার।

সূত্র: তেহরান টাইমস।