শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

লা মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড পেলেন ইরানি শিল্পী

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৩ 

news-image

ইরানি শিল্পী রামিন হোসেইনপুর লা মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন। ভিডিও ভাস্কর্য শিল্পের জন্য তিনি এই পুরস্কার জিতেছেন।রামিন হোসেনপুরের ভিডিও শিল্পটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও পুরস্কৃত হয়েছে।হোসেনপুর হচ্ছেন মিউজিক ভিডিও ডিরেক্টর, প্রযোজক, সুরকার, অ্যারেঞ্জার এবং ইলেকট্রিক গিটার প্লেয়ার।লা মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডস গত বছরের সেরা মিউজিক ভিডিওগুলিকে স্বীকৃতি দেয়। শিল্পী, পরিচালক এবং সহযোগীদের এতে সম্মাননা দেওয়া হয়।লা মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডস মিউজিক ভিডিও তৈরিতে জড়িত সৃজনশীলতা, দক্ষতা এবং প্রতিভার সম্মাননা জানানো হয়। সূত্র: মেহর নিউজ।