লাখ লাখ চীনা পর্যটক আকৃষ্ট করতে চায় ইরান
পোস্ট হয়েছে: জুলাই ২৬, ২০২০

পর্যটন খাতে সম্পর্ক বাড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে ২৫ বছরের ব্যাপক সহযোগিতা পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে ইরান ও চীন। এই পরিকল্পনার অংশ হিসেবে চীনের সম্ভাব্য লাখ লাখ পর্যটকের কাছে আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হতে কাজ করছে ইরান। বেইজিংয়ে নিযুক্ত তেহরানের সাবেক রাষ্ট্রদূত মেহদি সাফারি একথা বলেন।
টিভি প্রোগ্রামে তিনি বলেন, পরিকল্পনার আওতায় জ্বালানি, শিল্প এবং মাইনিং, পর্যটন, স্বাস্থ্য, পরিবেশ, নিরাপত্তা ও প্রতিরক্ষা্র মতো বিস্তর পরিসরের ইস্যুগুলো রয়েছে। সোমবার মেহর নিউজ এই সংবাদ প্রকাশ করে।
বছরে ২০ কোটি চীনা পর্যটক বিভিন্ন দেশ ভ্রমণ করেন উল্লেখ করে সাফারি বলেন, এই চুক্তি অনুযায়ী ইরান চীনা পর্যটকদের অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত হবে। এতে করে দশ থেকে বিশ লাখ চীনা পর্যটক আকৃষ্ট করতে সক্ষম হবে ইরান। সূত্র: তেহরান টাইমস।