লস অ্যাঞ্জেলেসের এশীয় উৎসবে দেখানো হবে ইরানি ছবি ‘হান্ট’
পোস্ট হয়েছে: অক্টোবর ১৪, ২০২০

লস অ্যাঞ্জেলেস হলিউডে এশিয়ান চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ইরানি চলচ্চিত্রকার সিয়ামাক কাশেফ-আজারের পরিচালিত শর্ট ফিল্ম ‘হান্ট’।
আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ১ থেকে ১৪ নভেম্বর এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।
স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হান্ট’ ২০১৯ সালে নির্মিত হয়। ১৭ মিনিটের ছবিটি জুয়া আসক্ত রেজাকে নিয়ে তৈরি করা হয়েছে। একবার জুয়া খেলার সময় তার অজান্তে মূল্যবান কিছু হারিয়ে যায়। যখন সে বাসায় ফিরে আসে তথন সে পালাবার পথ খোঁজে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।