লন্ডন কুর্দিশ চলচ্চিত্র উৎসবে ইরানি ছবি ‘আকাম’
পোস্ট হয়েছে: মার্চ ১৯, ২০২০

যুক্তরাজ্যে অনুষ্ঠিত লন্ডন কুর্দিশ চলচ্চিত্র উৎসবে (এলকেএফএফ) দেখানো হবে ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘আকাম’। চলচ্চিত্রকার হোসেইন মির্জা মোহাম্মাদির ছবিটি উৎসবের এবারের ১১তম আসরের প্রতিদ্বন্দ্বিতা বিভাগে অংশ নেবে।
ইরানি স্বল্পদৈর্ঘ্যটি তৈরি করা হয়েছে ‘আকাম’ নামের এক ব্যক্তিকে নিয়ে। যে পশ্চিম ইরানের কোর্দেস্তান প্রদেশের সীমান্তবর্তী একটি গ্রামে বসবাস করে। বোনের বিয়ের সময় সে গ্রামে ফিরে আসে। কিন্তু যখন সে ফিরে আসে তখন মাত্র একজন ছাড়া সবাইকে সে মৃত অবস্থায় পায়।
১১তম লন্ডন কুর্দিশ চলচ্চিত্র উৎসবের পাঁচটি বিভাগে আন্তর্জাতিক এই চলচ্চিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উৎসবের পর্দা উঠবে ২৪ এপ্রিল। শেষ হবে ৩ মে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।