বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

লন্ডনে ফারসি সঙ্গীত ও নাটক প্রদর্শনী

পোস্ট হয়েছে: জুন ২৯, ২০১৭ 

news-image

দি ককপিট থিয়েটার লন্ডনে গত রোববার ফারসি সঙ্গীত ও নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। গত রোববারের এ আয়োজনে গান পরিবেশন করেন ইরানের সঙ্গীত শিল্পী হামিদরেজা নুরবখশ। তার সঙ্গীতে তার ও সেতার পরিবেশন করেন মাস্টার দারিয়ুস পিরনিয়াকান। টমব্যাক ও দফ বাজান বেহনাম সামানি। ইরানি সঙ্গীত পরিবেশনে হারমনিয়ম ব্যবহার করা হয়। সঙ্গীতের পাশাপাশি ইরানি নাটক ‘সামান্দ’ পরিবেশন করা হয়। এ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইরাজ এনামি। এনামি নিজেও অভিনয় করেন।

ইরাজ এনামি তেহরান ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ফাইন আর্টস থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেন এবং স্কটল্যান্ডের এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে থিয়েটারের ওপর পিএইচডি করেন।

মানুষের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ব্যবসার ওপর ভিত্তি করে রচিত নাটক পরিবেশন করবে হামাভা আর্ট গ্রুপ। এ নাটকটি ৯০ মিনিটের। লন্ডনে ইরানের এ নাটক প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে অভিনয় করেন দারিয়ুস আলভান্দ, হাসান পারভানেহ, হাদি তাকেস্তানি, রোশিয়া আবা, রেজা কেরমানি, হাদি সাফেয়ি, মেহদি বান্দারচি ও বেহরুজ এনামি। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।