রোহিঙ্গা সংকট, মিয়ানমারে আসছে ইরানের সংসদীয় প্রতিনিধি দল
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০১৭
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, মিয়ানমারের নির্যাতিত এবং নিপীড়িত মুসলমানদের পরিস্থিতি সরেজমিনে দেখতে এক উচ্চ পর্যায়ের সংসদীয় কমিটি দেশটির রাখাইন রাজ্য সফরে যাবে।
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বোরুজেরদি এ মন্তব্য করেন। তিনি বলেন, থাইল্যান্ডে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সম্প্রতি মিয়ানমার সফর করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে তেহরানের গভীর উদ্বেগের কথা মিয়ানমার সরকারকে জানানোর পাশাপাশি তাদের ওপর কঠোর দমন পীড়ন বন্ধের আহ্বান জানান।-পার্সটুডে।