শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

রোহিঙ্গা শরণার্থীদের খোঁজ-খবর নিলেন ইরানি প্রতিনিধিরা: ত্রাণ বিতরণ শুরু

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০১৭ 

news-image

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রহিমপুরের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শনিবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। তারা শরণার্থীদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন।

এদিকে, রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইরানি প্রতিনিধি দলের সফরের একই সময়ে তেহরান থেকে পাঠানো খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরী ত্রাণ সামগ্রীও অসহায়দের মাঝে বিতরণের কাজ শুরু হয়েছে।

গত ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর নতুন করে শুরু হওয়া জাতিগত শুদ্ধি অভিযানে এ পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছে এবং চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।এসব শরণার্থীদের জন্য শুক্রবার ত্রাণ নিয়ে বাংলাদেশে আসেন ইরানের এই প্রতিনিধি দল।-পার্সটুডে।