রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে পিইউআইসির প্রতিনিধি দল গঠন
পোস্ট হয়েছে: অক্টোবর ৯, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/10/2049107.jpg)
মিয়ানমারের রাখাইনে রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার রোহিঙ্গা মুসলিমদের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে একটি প্রতিনিধি দল গঠন করেছে ওআইসিভুক্ত দেশসমূহের পার্লামেন্টারি ইউনিয়ন অব অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ (পিইউআইসি)।
শনিবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত পিইউআইসির নির্বাহী কিমিটির ৩৮ তম বৈঠকে প্রতিনিধি দলটি গঠনের পক্ষে ভোট দেন সদস্য দেশগুলোর সংসদীয় প্রতিনিধিরা। এ প্রতিনিধি দলটি মিয়ানমারে গিয়ে সেখানকার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দাখিল করবেন।
তেহরানে পিইউআইসির সদরদপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে আলজেরিয়া, আযারবাইজান, বেনিন, ইন্দোনেশিয়া, লেবানন, মোজাম্বিক, পাকিস্তান, তুরস্ক, সেনেগাল, মালি ও ইরাকের সংসদীয় প্রতিনিধিরা যোগ দেন।
মালির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইসসাকা সিদিবের সভাপতিত্বে নির্বাহী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের পরিস্থিতির ওপর একটি বিশদ প্রতিবেদন তৈরি ও সেখানকার মানবিক সংকট নিরসনে নতুন প্রচেষ্টা গ্রহণের জন্য একটি প্রতিনিধি দল গঠনের পক্ষে ভোট দেন। সূত্র: মেহের নিউজ এজেন্সি।