রোহিঙ্গা গণহত্যা বন্ধে মিয়ানমার সরকারের ওপর চাপ দিন: ড. রুহানি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০১৭
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ বন্ধে পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
রুহানি আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও এ বিষয়ে পদক্ষেপ নেয়া উচিত। রোহিঙ্গা শরণার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
সুইডেনের প্রধানমন্ত্রী এ সময় রোহিঙ্গা পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তার দেশ এ ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।
এর আগে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, বিশ্বের যেকোনো জায়গায় মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন হোক না কেন ইরান তা সহ্য করবে না। – পার্সটুডে।