শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

রোহিঙ্গাদের জন্য ৩২ শয্যার হাসপাতাল বানিয়ে দেবে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ৩০, ২০১৭ 

news-image

রোহিঙ্গাদের জন্য ৩২ শয্যার হাসপাতাল বানিয়ে দেবে ইরান মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের জন্য শরণার্থী শিবিরে ৩২ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল তৈরি করে দেবে ইরান।  হাসপাতালটি নির্মাণ করার এই পরিকল্পনা হাতে নিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আইআরসিএস।

ত্রাণ সংস্থা আইআরসিএসের পরিচালক মোরতেজা সেলিমি হাসপাতালটি নির্মাণের ঘোষণা দিয়েছেন।  তিনি বলেন, ‘এটি নির্মাণ করতে ৫০ বর্গমিটার করে ১০০ বর্গমিটারের জমির একটি প্লট প্রয়োজন।  বর্তমানে আইআরসিএস হাসপাতাল নির্মাণের জন্য একটি উপযুক্ত জায়গা নির্ধারণের কাজ করছে। ’

তিনি আরও জানান, ইরান কক্সবাজারে শরণার্থীদের জন্য একটি ত্রাণ ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছে।  শুরুতেই ভারী বর্ষণ ওই এলাকায় শরণার্থীদের বসবাসের জন্য কঠিন পরিস্থিতি দাঁড় করিয়েছে।

আইআরসিএস পরিচালক বলেন, রোহিঙ্গাদের জন্য দ্রুত মানবিক সহায়তা ও খাবার পাঠানো হচ্ছে।  কিন্তু তাদের জন্য কোনো আর্থিক সহায়তা দেয়া হচ্ছে না।  তাই আমরা রোহিঙ্গা মুসলিমদের জন্য অর্থ সংগ্রহ করাতে প্রাধান্য দিচ্ছি।

ইরানের শরণার্থী শিবিরে রান্নাঘর স্থাপন করে রোহিঙ্গাদের মধ্যে গরম খাবার বিতরণের পরিকল্পনাও আছে বলে জানান তিনি।

ইরান ইতোমধ্যে রোহিঙ্গাদের জন্য তিন দফায় উড়োজাহাজ ভর্তি খাবার ও মানবিক সহায়তা পাঠিয়েছে।

এর আগে ঢাকা সফরে ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী ড. সাইয়্যেদ মোহাম্মেদ আইয়াজি বলেছিলেন, রোহিঙ্গাদের চিকিৎসার জন্য ইরান বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করবে। এ লক্ষ্যে হাসপাতাল স্থাপনের জন্য জমি পেতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছে তার দেশের। এ ছাড়া তখন রোহিঙ্গাদের জন্য পাঁচটি ভ্রাম্যমাণ ক্লিনিক চালু করা হবে বলেও জানান ইরানের উপমন্ত্রী।

সূত্র: তেহরান টাইমস