বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০১৭ 

news-image

রোহিঙ্গাদের জন্য রেড ক্রি‌সেন্টের ত্রাণ নিয়ে যাওয়ার পথে বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ি উপজেলায় ট্রাক খাদে পড়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চাকঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে।

বান্দরবান জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন জানান, নাইক্ষ্যংছড়ির সদর থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে ট্রাকটি মিয়ানমার সীমান্তের চাকঢালা এলাকায়  রোহিঙ্গা শিবিরের দিকে যাচ্ছিল।

পথে ওই এলাকায় পৌঁছলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর আরও  তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানান তিনি।