রোলার স্কেটিংয়ে ইরানের প্রথম পদক জিতলেন আহমাদি
পোস্ট হয়েছে: অক্টোবর ৮, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/10/4686248.jpg)
ইরানের তারানেহ আহমাদি বৃহস্পতিবার ২০২২ এশিয়ান গেমসে নারীদের ইনলাইন ফ্রিস্টাইল স্কেটিং স্পিড স্লালমে রৌপ্যপদক জিতেছেন। ফাইনালে তিনি চাইনিজ তাইপেই প্রতিদ্বন্দ্বী চিয়াও-হিস লিউকে হারিয়ে দেশের হয়ে প্রথম পদক জিতেন।
ইরানের খেলাধুলার ইতিহাসে এই পদক প্রথম। ইউ-এন টিং ডিসিপ্লিনে তিনি ব্রোঞ্জ জিতেছেন। ৪৫টি দেশ ও অঞ্চলের ১২ হাজারের অধিক প্রতিযোগী নিয়ে এবারের আসর শুরু হয়েছে। সেই হিসেবে এশিয়ান গেমসে অলিম্পিকের চেয়েও বেশি অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বিতা করছে৷ সূত্র: তেহরান টাইমস