মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

রোমে মঞ্চায়িত হচ্ছে মহাকবি ফেরদৌসীর ‘শাহনামা’র কাহিনিভিত্তিক নাটক

পোস্ট হয়েছে: জুন ২০, ২০২১ 

news-image

মহাকবি ফেরদৌসী রচিত অমর মহাকাব্য শাহনামা’র কাহিনি অবলম্বনে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে ইতালির রোম নগরীতে। ইরানি পরিচালক আলি শামস নাটকটি মঞ্চস্থ করার ঘোষণা দিয়েছেন।

শনিবার তিনি এমএনএ এর ফারসি সংস্ককরণকে বলেন, একটি প্রোগ্রামে ‘ইসফান্দিয়ারস আই’ নাটকটি পরিচালনার জন্য রোম ফিলহারমোনিক তাকে আমন্ত্রণ জানিয়েছে। ৩০ জুন আনুষ্ঠানিকভাবে এটি মঞ্চায়িত হবে। একই সময়ে কয়েকজন ইতালি পরিচালককে মঞ্চ পারফরমেন্সের জন্য ডাকা হয়েছে বলে তিনি জানান।

দশম শতাব্দীতে রচিত মহাকবি ফেরদৌসীর বিখ্যাত কাহিনীকাব্য ‘শাহনামার’  আলোচিত কাহিনি ‘ইসফান্দিয়ারস আই’ । সেই কাহিনিকে নাটকে রূপদান করেছেন আলি শামস। সূত্র: তেহরান টাইমস