রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

রোমানিয়া উৎসবে সেরা পরিচালক ইরানের রাহিমি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১১, ২০১৯ 

news-image

রোমানিয়ার ২৩তম সিনেএমএইউবিট আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন ইরানি চলচ্চিত্রকার সোরান রাহিমি। ‘এন্ড অব দ্যা রোড’ শর্ট ফিল্মের জন্য তিনি এই অ্যাওয়ার্ড লাভ করেন।

চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে এক চালকের কাহিনি নিয়ে। ছবিতে ওই চালককে কুর্দিস্তান প্রদেশে সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যেতে দেখা যাবে। গাড়ি চালানো অবস্থায় এমন কিছু ঘটবে যার ফলে সে তার বিশ্বাস ও নীতিকে পুনরায় খতিয়ে দেখতে উৎসাহিত হবে।

বুখারেস্টে অনুষ্ঠিত ২৩তম সিনেএমএইউবিটে দেখানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্দায় অভিষেক ঘটলো ইরানি স্বল্পদৈর্ঘ্যটির। সিনেএমএইউবিট আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব একটি বাৎসরিক চলচ্চিত্র উৎসব। সূত্র: মেহের নিউজ এজেন্সি।