রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

রোমানিয়ায় লড়বে ইরানের ‘প্যারাডোপিং’

পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০২৩ 

news-image

রোমানিয়ায় আন্তর্জাতিক কমেডি শর্ট ফিল্ম ফেস্টিভাল ‘ফিল্ম ফোর ফান’ এ দেখানো হবে ইরানি শর্ট ফিল্ম ‘প্যারাডোপিং’ । মোহাম্মদ রেজা হাসানি রঞ্জবার পরিচালিত এবং রেজা ফাহিমি রচিত শর্ট ফিল্মটি রোমানিয়ান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।

কমেডি চলচ্চিত্রটি ১২ বছর বয়সী একটি ছেলেকে নিয়ে তৈরি করা হয়েছে। সে ফুটবল দক্ষতা মূল্যায়ন পরীক্ষায় নিজেকে প্রস্তুত করার জন্য অল্প সময়ের মধ্যে ওজন কমানোর চেষ্টা করে। কিন্তু তার পরিবার চিন্তিত হয়ে পড়ে। কারণ সে এই কারণে অপুষ্টিতে ভুগতে পারে।

‘প্যারাডোপিং’ এর আগে চীনের বেইজিং আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। ফিল্ম ফোর ফান রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ৩ থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: মেহর নিউজ।