বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

রোমানিয়াতে ইঞ্জিনিয়ারিং সেবা রপ্তানি করবে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২০, ২০২২ 

news-image

রোমানিয়াকে গ্যাস শিল্প সম্পর্কিত প্রকৌশল পরিষেবা প্রদান করতে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইরান ও রোমানিয়া। বার্তা সংস্থা ইরনা মঙ্গলবার এই খবর দিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি এবং রোমানিয়ার গাজ ভেস্ট কোম্পানির মধ্যে এই এমওইউ স্বাক্ষরিত হয়েছে।উল্লিখিত সমঝোতা স্মারকের ভিত্তিতে ইরান প্রাকৃতিক গ্যাস ট্রান্সমিশন লাইন নির্মাণ, চাপ বৃদ্ধির সুবিধা এবং দেশে গ্যাস স্টোরেজ ট্যাংকের উন্নয়নে রোমানিয়াকে সহযোগিতা করতে যাচ্ছে।রোমানিয়া প্রথম ইউরোপীয় দেশ যেখানে ইরান প্রযুক্তিগত ও প্রকৌশল পরিষেবা রপ্তানি করতে যাচ্ছে।ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান রেজা নোশাদি বলেছেন, এই স্মারকলিপিতে স্বাক্ষর করার উদ্দেশ্য হলো যৌথ বিনিয়োগের সুযোগ-সুবিধাগুলো নিয়ে গবেষণা করা এবং শোধনাগার নির্মাণ এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মতো অন্যান্য ক্ষেত্র নিয়ে কাজ করা। সূত্র: তেহরান টাইমস।