বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

রোবোওয়ার্ল্ড কাপে ইরানি রোবোটিক্স দল

পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২৪ 

news-image

২২টি দল নিয়ে গঠিত ইরানের শিক্ষার্থীরা ব্রাজিলের সাও লুইসে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল রোবোস্পোর্টস অ্যাসোসিয়েশন (এফআইআরএ) ২০২৪ রোবোওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটি ৫ আগস্ট শুরু হয়ে চলবে ৯ আগস্ট পর্যন্ত। খবর বার্তা সংস্থা ইসনার

ইভেন্টটি বিশ্বের অন্যান্য দলের সাথে দক্ষতা ভাগাভাগি এবং তথ্য বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এটি রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিভা চিনতেও সহায়তা করে থাকে।

এরআগে ইরানের রোবোটিক্স দল দুবাই ইন্টারন্যাশনাল ইনভেনশন শো (ডিআইএস) ২০২৩-এ একটি স্বর্ণপদক এবং তিনটি রৌপ্য পদক জিতে।

ইভেন্টটি হচ্ছে উদ্ভাবক, নির্মাতা এবং ডিলারদের সর্বশেষ পণ্য ও উদ্ভাবন উপস্থাপন এবং তথ্য বিনিময়ের জন্য একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম। সূত্র: তেহরান টাইমস