মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

রোজ ৩ লাখ ন্যানো মাস্ক তৈরি করবে তেহরান 

পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২০ 

news-image
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির ন্যানোপ্রযুক্তি সদরদপ্তরের সচিব সাইদ সরকার জানিয়েছেন, তেহরান রোজ ৭০ হাজার ন্যানো প্রযুক্তি মুখমণ্ডল মাস্ক উৎপাদন করে। সামনের দিনগুলোতে এই সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

রোববার তিনি বলেন, চলতি সপ্তাহে ২ লাখ মাস্ক উৎপাদন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হয়েছে। নতুন উৎপাদন লাইন শুরু হলে দশ দিনের মধ্যে মাস্ক উৎপাদন বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৩ লাখ।

ইরান সরকার তিন মাসের জন্য মাস্ক রপ্তানি নিষিদ্ধ করেছে। নতুন করোনাভাইরাস মহামারি মোকাবেলায় পণ্যটির চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় কারখানাগুলোকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে দেশটি।

গত শনিবার পর্যন্ত ইরানে করোনাভাইরাসে আক্রন্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়ায় ৪৩জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৫৯৩জন।

কোভিড-১৯ এ বিশ্বব্যাপী এ পর্যন্ত ৮৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে তিন হাজারের অধিক। সূত্র: মেহর নিউজ এজেন্সি।